নিজস্ব প্রতিবেদক: আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শনিবার যশোরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক ষ্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কনসালটেশন উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ সচিব মইনুল কবির।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম¥ সচিব মোহাম্মদ মহিউদ্দিন , প্রকল্প পরিচালক ড, মহি উদ্দিন,উপসচিব মোহাম্মদ আবু কাওছার ও পুলিশ সুপার প্রলয় জোয়াদ্দার, বারের সভাপতি অ্যাড, ইসাহক, পিপি ইদ্রিস আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুপার জুয়েল ইমরান, কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, গ্রামের কাগজের সম্পদক মবিনুল ইসলাম মবিন, প্রজন্ম একাত্তরের সম্পাদক ও বিটিভি’র প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু, রাইটস’র বিনয়কৃঞ্চ মল্লিক, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দিপংকর দাস, বাঁচতে শেখার অ্যঞ্জেলা গোমেজ, জয়তির অর্চনা বিশ^াস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন বক্তব্য রাখেন। সভায়,সহকারী জজ, পুলিশের কর্মকর্ত,জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী,সাংবাদিক, আইনজীবী.ও ক্ষুদ্র-নৃগোষ্ঠির প্রতিনিধি অংশ গ্রহণ করেন। সভায় জনসাধারণকে আইনি নিশ্চিত করনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
