রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরের ১১ ও সদরে ১৩ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

আরো খবর

কেশবপুর( যশোর )প্রতিনিধি
পঞ্চম ধাপে যশোর ও কেশবপুর উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারি যশোর সদরের ১৩ ইউপিতে ও কেশবপুরের ১১ ইউপিতে ভোট হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করায় উৎসবের আমেজ শুরু হয়েছে এসব এলাকার শহর থেকে পাড়া–মহল্লায়। যশোর জেলা জুড়েই বইছে এখন নির্বাচনী হাওয়া।
শনিবার সকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন, ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এ ধাপে সারা দেশের ৭০৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর সদরের নওয়াপাড়া ইউপিতে ভোট হবে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম)।

পঞ্চম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই–বাছাই ৯ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
যশোর সদর উপজেলার ১৫ ইউপির মধ্যে কাশিমপুর ও ফতেপুর ছাড়া ১৩ ইউপিতেই ভোট হবে। এগুলো হলো- হৈবতপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া, উপশহর, চুড়ামনকাটি, দেয়াড়া, আরবপুর, চাঁচড়া, রামনগর, কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া।
এছাড়া কেশবপুরের ১১ ইউপির সবগুলোই ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। ইউপিগুলো হলো- ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, কেশবপুর, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা, সাতবাড়িয়া ও হাসানপুর।
যশোর জেলায় সদরসহ মোট আটটি উপজেলা রয়েছে। এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে আর কোন উপজেলা আর বাকি রইলো না।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ