শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে বেনাপোলে মে দিবস পালিত

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:শ্রমিক-মালিকঐক্যগড়ি,স্মার্টবাংলাদেশগড়েতুলি”- শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করি এ প্রতিপাদ্যের আলোকে বেনাপোলে মহান মেদিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার বেনাপোলে র‌্যালি,ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।সকালে বেনাপোল বন্দর এলাকা থেকে শ্রমিকরা র‌্যালি বের করে।


এসময় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার নারায়নচন্দ্রপাল.পোর্ট থানার ওসি কামালহোসেনভূইয়া.পৌর আওয়ামী লীগের সাধারণসম্পাদক নাসিরউদ্দিন.উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজামান অহিদ.স্বেচ্ছাসেবকলীগ নেতা কামালহোসেন,জুলফিক্কার আলী মন্টু, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমজানে,আক্তারুজ্জামান আক্তার,রাজু আহম্মেদ,.আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামানভাদু.যুবলীগ নেতা আহাদুহামানবকুল্ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন প্রমুখ। পরে বেনাপোল বন্দর প্রশসনিক ভবনের সামনে বক্তব্য রাখেন নেতারা।
দুপুরে বেনাপোল শ্রমিকি ইউনিয়ন অফিসে দোয়ার আয়োজন করে শ্রমিক সংগঠনের নেতারা। বক্তব্যে নেতারা বলেন শ্রমিকেরা মাথায় ঘাম পায়ে পেলে আমদানি রফতানি পন্য লোড আনলোড করে থাকেন,তাদের মুজুরী বৃদ্ধির দাবী জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ