মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুর হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা বাজারের সাহা সুইটস হোটেলেমেঝতে রাখা দুধের কড়ায়ে বিড়াল দুধ খাচ্ছে এমনটা ই দেখা যাই হরহামেশাই। শুক্রবার বিড়ালে দুধ খায় এমন তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হয় গণমাধ্যমের কর্মীরা। গণমাধ্যমের ক্যামেরার উঠে আসে সেই বিড়ালে দুধ খাওয়ার দৃশ্য।
কেনো এমন পরিবেশে খাদ্য তৈরি করে মানুষকে খাওয়ানো হচ্ছে এবং বিড়ালে দুধ খাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে গণমাধ্যমে হোটেল মালিক মুকুল সাহা বলেন, দুধ আবার গরম করলে ঠিক হয়ে যাবে।
মণিরামপুরে সাহা সুইটসে বিড়ালে খাওয়া দুধ দিয়ে তৈরি হচ্ছে মিষ্টি

