শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে  ইলেকট্রনিক্স পণ্যের ঈদ ক্যাম্পেন শুরু

আরো খবর

 কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ কালীগঞ্জে মার্সেল ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের ঈদুল আযহা  উপলক্ষে  গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ী, ব্যান্ড পার্টি, ব্যানার, ফেসটুন  নিয়ে একটি জমকালো এবং বর্ণাঢ্য  আনন্দ র‌্যালীর আয়োজন করে
কালীগঞ্জ উপজেলার মার্সেল কোম্পানীর ডিলার পারুল ইলেকট্রনিক্স। এ উপলক্ষে
সকাল ১১ টায় কোটচাঁদপুর রোডস্থ শোরুমের সামনে থেকে
একটি  র‌্যালী বের হয়ে কালিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র‌্যালীটির প্রধান আকর্ষণ ছিলো সুসজ্জিত  গরুর গাড়ী।
বিভিন্ন সাজ সজ্জা ও ৪ টি গরুর গাড়ী নিয়ে র‌্যালীটি  শহর প্রদক্ষিণ শেষে শো-রুমের সামনে এসে শেষ হয়। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ এ ইস্ক্রাচ কার্ডের মাধ্যমে ক্রেতা সাধারণের  শতভাগ ফ্রিতে পণ্য পাওয়ার সুযোগ রয়েছে।
র‌্যালীতে শো-রুমের স্বত্বাধিকারী  মিজানুর রহমানসহ উপস্থিত ছিলেন মোঃ মীর হোসেন মিলন,এডিশনাল ডিরেক্টর মার্সেল মারকেটিং বিভাগ,মোঃ সাইফুজ্জামান, এরিয়া ম্যানেজার যশোর জোন। এছাড়াও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির
প্রতিনিধি সহ স্থানীয় ব্যবসায়ী ও অগনিত ক্রেতা সাধারণ  উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ