শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্টিত 

আরো খবর

  বেনাপোল (শার্শ)  প্রতিনিধি:বাংলাদেশ কৃষকলীগ যশোরের শার্শা উপজেলা শাখার বিভিন্ন  ইউনিয়ন ওয়ার্ড  পৌর কৃষকলীগের সম্মেলন ও কমিটি গঠনের লক্ষে ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা কৃষকলীগের কার্য্যকরি কমিটি।
প্রস্তুতি মূলক  কর্মি সভা ও সমাবেশ বা মতবিনিময় করছেন তারা। উদ্বুদ্ধকরন সভাসহ বিভিন্ন দিকনির্দেশনা ও সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করতে কাজ করছেন নেতারা।
বঙ্গবন্ধুর আদর্শ ধারন লালন এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ কৃষকলীগের সভাপতি ও সম্পাদকের দিকনির্দেশনা এবং এমপি শেখ আফিল উদ্দিন ও জেলা কৃষকলীগের সভাপতি ও সম্পাদকের পরামর্শ ও সহযোগিতায় শার্শা  উপজেলায় কৃষকলীগকে সু সংগঠিত করতে কাজ করছেন নির্বাচিত নেতারা।
এরই ধারাবাহিকতায় সোমবার দিনভর বেনাপোল পুটখালি গোগা ও বাগআঁচড়া   ইউনিয়ন কৃষকলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে মত বিনিময়  করেন। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষকলীগের সভাপতি এম এ রহিম
সাধারণ সম্পাদক মফিজুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক মোকারম হোসেন.ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মিন্টু ও আরিনা খাতুন.দফতর সম্পাদক কামরুল ইসলাম ও আজিজুর রহমান. কৃষি ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম.উপজেলা কৃষকলীগ নেতা মোস্তাব আলী.মেম্বর মূছা করিম.জাহাঙ্গীর হোসেন.কামাল হোসন!রোজিনা খাতুন.সাইফুল ইসলাম আলম.ফজলুর রহমান.মেম্বর মনা.আজিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি ও জনপ্রতিনিধি।
প্রমুখ। এসময় গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান তবি পুটখালির সাবেক চেয়ারম্যান হাদিউজামান.বাগআচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেনের সাথে মতবিনিময় করেন।
   বাগআচড়া পুটখালি ও গোগা ইউনিয়ন  কৃষকলীগকে আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে ওয়ার্ড কমিটি গঠিনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুটখালি ইউনিয়ন  কৃষকলীগের সম্মেলন ও আহবায়ক কমিটিতে মনোনিত হয়েছেন   আহবায়ক ফকির উদ্দিন সাইফুল আলম মেম্বর নজেত আলী.মুছা করিম  সদস্য সচিব ফজলুর রহমান ও এনাম উদ্দিন।
বাগআচড়া ইউনিয়ন  কৃষকলীগের সম্মেলন ও আহবায়ক কমিটিতে মনোনিত হয়েছেন  আহবায়ক
আরিনা খাতুন.মোস্তাব আলী. রোজিনা খাতিন.জাহাঙ্গীর আলম.আব্দুল মালেক ও শামিম কবির.নাসুদ হোসেন.
গোগা ইউনিয়ন  কৃষকলীগের সম্মেলন ও আহবায়ক কমিটিতে মনোনিত হয়েছেন  শাহজাহান আলী.আকবার আলী মনা খেজের আলী মোজাম্মেল হক আবিনন্দী জাহান আলী ও  ইসলাম মাওলা।
শনিবার সকালে পুটখালি ও রবিবার সকালে গোগা এবং বিকালে বাগআচড়া ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন  চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্টিত হবে।
দলীয় নেতা কর্মিদের উপস্থিত   থাকতে নির্দেশনা বাস্তবায়নের আহব্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ