শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ঋনের টাকা পরিশোধ করতে না পেরে গলাকেটেে আত্নহত্যা!

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সদর উপজেলার নওদাগা এলাকা থেকে হাইপার মোল্লা (৫০) নামে এক ব্যক্তির গলকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ভাই-ভাবির দাবি ঋণগ্রস্ত হওয়ায় নিজেই নিজের গলা কেটেছেন হাইপার মোল্লা। পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাইপার মোল্লা নওদাগা উত্তরপাড়ার মৃত হানেফ মোল্লার ছেলে।
নিহতের ভাবি ও ভাই জানান, সম্প্রতি হাইপার মোল্লা বাড়ির ছাদ দিয়েছেন। তিনি জানিয়েছিলেন তিনি ৫ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। শনিবার সকালে বাড়ির পাশে বাগানের মধ্যে তিনি নিজেই নিজের গলায় ধারালো দা দিয়ে আঘাত করেন। এসময় বড় ভাইয়ের ছেলেরা দেখে তাকে নিয়ে আসেন। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।
এদিকে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্য মতে, হাইপার মোল্লা সকালে বাড়ির পাশের চায়ের দোকানে চা পান শেষে দোকানের পিছনে বৈদ্যুতিক লাইনের সাথে শক নিতে গেলে দোকানদার তাকে প্রতিহত করেন। এরপর তিনি তার ভাই হায়দার আলীর বাড়ির দিকে চলে যান। এরপর স্থানীয় আব্দুস সাত্তারের বাড়ির পিছন থেকে রক্তাক্ত অবস্থায় হাতে ধারালো দা নিয়ে তার ভাই হায়দার আলীর বাড়ির উঠানে এসে পড়ে যায়। এরপর ভাইয়ের ছেলেরা চিৎকার শুরু করেন। হাসপাতালের উদ্দেশ্যে রওনা করার আগেই তার মৃত্যু হয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।#

আরো পড়ুন

সর্বশেষ