শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় ব্যবসায়ী রাকিব খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলে কচুয়া উপজেলার বারুইখালী চৌরাস্তার মোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হাওলাদার, ব্যবসায়ী নারায়ন চন্দ্র বিশ্বাস,  শেখ নজরুল ইসলাম, ফজর আলী মোল্লা, মজিদ খান, আলম শেখ, ইব্রাহিম শেখ, সাগর শিকদার, আব্দুল হাকিম, মোঃ মোশারেফ হাওলাদার, আজহার শেখ, আফসানা বেগম, দিলরুবা বেগম, আরতি রানী বিশ্বাস, ব্যবসায়ী রাকিব খান প্রমুখ।
বক্তারা বলেন, বারুইখালী এলাকার স্কুল শিক্ষক আব্দুল আজিজ খানের ছেলে রাকিব খান। ছোট বেলা থেকেই অনেক ভাল ছেলে। ঢাকায় ব্যবসা বানিজ্য করে এলাকায় একটি আধুনিক মৎস্য ও কৃষি খামার করেছে। যেখানে অন্তত ১০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু স্থানীয় প্রতারক নয়ন শেখসহ কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে রাকিবের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারকারী প্রতারক নয়ন শেখ ও তার লোকজনের এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সেই সাথে নয়ন শেখ ও তার লোকজনকে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
ব্যবসায়ী রাকিব খান বলেন, নয়ন শেখ একজন পেশাদার প্রতারক। তার সাথে এলাকার মাদক ব্যবসায়ীরা এক হয়ে আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। আসলে আমি কখনও কারও জমি দখল করিনি এবং এলাকার কোন মানুষের ক্ষতি করিনি। এলাকায় একটি আধুনিক মৎস্য ও কৃষি খামার করায় মূলত আমার উপর ক্ষিপ্ত হয়ে এই ধরণের অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের বিচার দাবি করছি।

আরো পড়ুন

সর্বশেষ