কালীগঞ্জ প্রতিনিধি (ঝিনাইদহ):ঝিনাইদহের কোটচাঁদপুরের মেধাবী কলেজ ছাত্র তারেক হাসানের সন্ধান মেলেনি আজও।তারেক হাসান কোটচাঁদপুর উপজেলার বলবাড়িয়া গ্রামের লিটন বিশ্বাসের ছেলে ও সরকারী খন্দকার মোশারফ হোসেন (কে এম এইচ) কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
কলেজের মডেলটেস্ট পরীক্ষায় অংশগ্রহন করলেও ২১-০৬-২৩ তারিখে শেষ পরীক্ষা উচ্চতর গনিত ২য় পত্রে অংশ নেয়নি তারেক হাসান।খোজ নিয়ে জানা গেছে,তারেক হাসান অন্যান্য পরীক্ষার মত ২১-০৬-২৩ তারিখে মডেল টেস্ট শেষ পরীক্ষায় অংশ গ্রহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ।
এর পর তারেক হাসানের আর সন্ধান পাওয়া যায়নি।এ সময় পরিবারের লোকজন নিকট আত্নীয়সহ তারেক হাসানের বন্ধুদের বাড়িতে খোজ নিয়েও তার সন্ধান করতে পারেনি।পরে কোটচাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করে তারেক হাসানের পরিবার এ ব্যাপারে তারেক হাসানের মা তসলিমা বেগম প্রতিবেদককে জানান,তারেক প্রতিদিনেরমত ২১ জুন বাসা থেকে বের হয় পরীক্ষার উদ্দেশ্যে।এরপর তারেকে আর বাসায় ফিরে আসেনি।আজ পর্যন্ত আমরা আর তারেকের সন্ধান পাইনি।
তারেকের সহপাঠী ইয়াসিন আরাফাতসহ অন্যরা জানান,তারেক হাসান অন্য পরীক্ষায় অংশগ্রহন করলেও ২১ জুন পরীক্ষায় অংশ গ্রহন করেনি।আমরা তারেক হাসানকে ২১ জুন থেকে আর দেখিনি। পারিবারিক কলহ নেই দাবি করে নিখোজ তারেকের বড় ভাই মেহেদি হাসান বলেন, আমাদের সব আত্নীয়ের বাড়িতে খোজ নেওয়া হয়েছে,তবে তারেকের সন্ধান মেলেনি।ভাইকে খুজে পেতে আমরা সবার সহযোগীতা কামনা করছি।

