চৌগাছা( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় স্কুল ছাত্র রিয়াজমুল হাসান জিম(১৩) ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
রবিবার (২৫শে জুন) বেলা ১২ টার সমায় জগদীশ পুর মির্জাপুর এই দুর্ঘটনা ঘটে। জগদীশ পুর মির্জাপুর গ্রামের রিয়াদুল হোসেনের ছেলে। পরিবারের সূত্রে জানা যায় বেলা ১২ টার সমায় নিজ বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়েছিল। এসময় হাসান জিম নিজের অগোচরে ছাদ থেকে পরে যায়। পরিবারের লোকজন টের পেেয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স দুপুর ১টার সমায় আনলে আনলে কর্তব্যরত ডাঃ সনসিতা রাণী দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে বলেন আনার পূর্বে মৃত্য বরণ করেছে। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনা টি সত্য নিশ্চিত করেছেন।

