রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় ঘাতক ট্রাকে কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

আরো খবর

চৌগাছা( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ঘাতক ট্র্যাকে পিছনের চাকায় পিষ্ট হয়ে গেল  মারা গেল হাসিনা বানু (৬৫) এক বিদ্ধা  হাসপাতালে  যেয়ে চিকিৎসার ঔষধ নেয়া হলো না। বুধবার (৫ জুলাই) সকাল ১০ টার সময়  নারায়ণপুর বাজার ব্রিজ সংলগ্নই এই দুর্ঘটনা ঘটে। পরে নিহত হাসিনা বানু নারায়ণপুর গ্রামের আবু সামার স্ত্রী।পরিবার সূত্র জানা যায়  সকালে বাড়ি থেকে বের হয়েছিল ইউনিয়ন পরিষদের পাশে স্বাস্থ্য পরিবার সেবা কেন্দ্রে  নিজে অ সুস্থ থাকার কারণে ঔষাধ নিতে যাচ্ছিল, এমন সময় ঘাতক ট্র্যাক  পিছনের চাকা দিয়ে ধাক্কা দিয়ে মাতা পিষ্ট করে দিল।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে  আনলে কর্তব্যরত ডাঃ তনভির বলেন আনার পূর্বে মৃত্য বরণ করেছে।ট্র্যাকের  নং যশোর ট.০৯৯৩ ট্র্যাক  ড্রাইভার নয়ন (২৮)।  চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ  বলেন সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা  নিহত হয়েছে। ঘটনা টি সত্য।

আরো পড়ুন

সর্বশেষ