শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশো‌রে পাট ক্ষেত থে‌কে যুব‌কের ঝলসা‌নো লাশ উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর বেনাপোল সড়‌কের নতুনহাট এলাকার এক‌টি পাটক্ষ‌তে থে‌কে অজ্ঞাত এক ব‌্যক্তির লাশ উদ্ধার ক‌রে‌ছে কোতয়ালী থানা পুলিশ।
বিকালে এলাকার এক কৃষক ঘাষ কাট‌তে যে‌য়ে  লাশ‌টি প‌ড়েন থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দি‌লে পু‌লিশ লাশ‌টি উদ্ধার ক‌রে।
যশোর কোতয়ালী থানার ইন্স‌পেক্টর তদন্ত শফিকুল ইসলাম জানান,২/৩ দিন আগে এই যুবক‌কে হত‌্যা করা হয় ব‌লে তি‌নি ম‌নে কর‌ছেন।হত‌্যা কা‌রিরা প‌রিচয় গোপন করার জন‌্য হত‌্যার পর নিহত ব‌্যক্তির মুখ এ‌সিড দি‌য়ে ঝল‌সে দি‌য়ে‌ছে‌।,

আরো পড়ুন

সর্বশেষ