রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় ন্যায্য মূল্যে টি সি বির পণ্য বিক্রি শুরু

আরো খবর

চৌগাছা যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ন্যায্য মূল্য চৌগাছা সদর তইউনিয়ন ৬২৪ জনের মাঝে টি সি বির পণ্য বিক্রয়ের উদ্বোধন। মঙ্গলবার (১৮ জুলায়) সকাক ১০ টার সময় চৌগাছা ইউনিয়নে ন্যায্য মূল্য টি সি বির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, ট্রাক অফিসার ও উপজেলা সমনায় অফিসার অহিদুল রহমান, ইউনিয়ন সচিব বিজয় সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সরকারি সহকারি কৃষি অফিসার তাপস ঘোষ, মাজমুল ইসলাম,মেসার্স সানএন্টারপ্রাইজের টি সি বির পণ্যর ডিলার ছামছুল আলম রবিউল,মহিলা ইউপি সদস্য মুসলিমা খাতুন,রোজিনা খাতুন,সিমা খাতুন,পুরুষ ইউপি সদস্য ইউনুচ আলী,শান্ত ইসলাম, মিজানুর রহমান, মোহাবত হোসেন,জালাল উদ্দিন সহ ৬২৪ জন টি সি বির পণ্য কার্ড ধারী বেক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ