শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে তাঁতীলীগের বিক্ষোভ মিছিল

আরো খবর

 বাগেরহাট প্রতিনিধি: সারাদেশে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে শহরের স্টেডিয়ামের সামনে জেলা তাঁতী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত পথসভায় তাঁতীলীগের নেতৃবৃন্দ  সারাদেশে বিএনপি’র আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বলেন, বাগেরহাটের কোথাও বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করলে সেখানেই তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন তারা।
বিক্ষোভ মিছিলে জেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ইফতেখারুল ইসলাম রানা, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক লিটু দাস, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর, তাঁতী লীগ নেতা সজীব শিকদার বক্তব্য রাখেন।

আরো পড়ুন

সর্বশেষ