নিজস্ব প্রতিবেদক: যশোরে শোকাবহ পরিবেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং শোক সভা দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।এসময় পুলিশ সুপার প্রলয় জোদ্দারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন এবং এম এম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেন করেন। এমএম কলেজে শোক র্যালিতে নেতৃত্ব দেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা বেগম।
পরে যশোর ৩ আসনের সংসদ সদস্যের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীসহ নেতৃবৃন্দ।

সাংবাদিক সংগঠনদের পক্ষে ফুল দেয়ার সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নুর ইসলাম,সাধারন সম্পাদক তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি কল্যাণ সম্পাদক একরাম উদ্দৌলা,সাধারন সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, মাহবুব আলম লাভলু। প্রসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংস্কৃতিক সম্পাদক তৌহিদ মনি।
যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংঘঠনের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সভাপতি,সাজ্জাদ গণি খান রিমন, সাবেক সহ-সভাপতি আব্দুর ওহাব মুকুল, বিএফইউজের সদস্য শাহাবুদ্দিন আলম ও গোপী নাথ দাসসহ নেতৃবৃন্দ।

