শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঢাকা রুটে নতুন রেল বেনাপোল এক্সপ্রেস. ষ্টেশন এলাকায় বাড়তি নিরাপত্তা

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:দেশের বিভিন্ন ক্ষেত্রে লেগেছে আধুনিকতার ছাপ পাল্টিয়েছে দেশের চিত্র ডিজিটাল দেশ থেকে স্মাট দেশে রুপ নিচ্ছে বাংলাদেশ। র্এই ধারাবাহিকতায় বেনাপোল রেলেও লেগেছে আধুুনিকতার ছোয়া। বেড়েছে নিরাপত্তা ও যাত্রী সেবার মান। সংযুক্ত হযেছে আধুনিক বগি। খুুশি যাত্রীরা।
স্বাধীনতা পরবর্তীতে বন্ধ হয়ে যায় ভারত বাংলাদেশ সহ বেনাপোলের সাথে দেশের সব রেল যোগাযোগ। ১৯৯৯সালে শুরু হয় কলিকাতা-বেনাপোল ভায়া খুলনাগামী মালবাহি ট্রেন ও ২০০০সালে বেনাপোল-খুলনা যাত্রীবাহী কমিউটার ট্রেন,২০১৭সালে কলিকাতা-বেনাপোল খুলনা যাত্রীবাহি ট্রেন চলাচল। আর দীর্ঘ ৪৭বছর পর বেনাপোল বাসীর দাবীর মুখে ১৭ জুলাই ২০১৯ প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্ধ্ােধন করেন -ঢাকা বেনাপোল নতুন রেল বেনাপোল এক্সপ্রেস। যাত্রী-সাধারনের সুবিধার্তে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্দানেশিয়া থেকে রেলের কন্টিনার বগি-আমদানি করে বাংলাদেশ সরকার। করোনা কালীন সময়ে বেনাপোল এক্সপ্রেসে বিশেষ কারনে দেওয়া হয় পুরানো বগি। ফলে ক্ষুদ্দ হয় যাত্রীরা। দীর্ঘদিন পর আবারও বেনাপোল এক্সপ্রেসে উন্নতমানের বগি সংযুক্ত করায় স্বিিস্ত ফেলে যাত্রীদের।
রেলে বিভিন্ন সুযোগ সুবিধাসহ যাত্রীসেবা বাড়ায় সরকারকে ধন্যবাদ জানান যাত্রী ও স্থাননীয়রা। বেনাপোল খুলনা বেতনা এক্সপ্রেসটি আন্তনগর করার দাবী জানান তারা।
যাত্রী ও স্থানীয়রা।
যুগান্তকারী পদক্ষেপ বেনাপোল ঢাকা রেল চলাচল। দূর্গা পূজাকে সামনে রেখে বাড়ছে যাত্রী. রেলে সেবার মান বাড়ায় প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞত ও ধন্যবাদ জানান স্থানীয়রা।
রেলে সেবা বাড়ায় বেড়েছে যাত্রী,পাল্টেছে রেল লাইন।হয়েছে উন্নত। পরিবর্তন হয়েছে কোচ। যাত্রী সেবার ধারাবাহিকতা ধরে রাখতে প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান ষ্টেশন মাষ্টার জাকির হোসেন।
বেনাপোর এক্সপ্রেসে রযেছে ১১টি বগি। প্রতিবগিতে এসিসিট ৭৮টি। ভাড়া ৯৩২টাকা। শোভন ৯২টি। ভাড়া ৪৮৫টাকা। কেবিন ২টি ভাড়া ১১১৬টাকা। বেনাপোল খুলনা ভাড়া মাত্র ৪৫টাকা।  দ্রুত সময়ে ঢাকা বেনাপোল কলিকাতা রেলসেবা চালুর দাবী জানান  যাত্রী ও বন্দরবাসি।

আরো পড়ুন

সর্বশেষ