বেনাপোল প্রতিনিধি:দীর্ঘ ৪বছরপর এবার ভারতীয় মাটিতে অনুষ্টিত হচ্ছেতে ২০২৩ ক্রিকেট বিশ^কাপ। বৃহস্পতিবার থেকে বসছে বিশ্বকাপের আসর ২০২৩।
আর মাত্র ১দিনপর শনিবার বিশ^কাপ খেলবে বংলাদেশ। ফলে দূর্গাপুজা ও ক্রিকেট বিশ্বকাপ দেখতে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন বাড়ছে পাসপোর্ট যাত্রী যাতায়াত। খেলা দেখা,কেনাকাটা চিকিৎসা,ভ্রমন দুর্গাপুজাসহ বিভিন্ন কাজে ভারত গমনে বাড়ছে যাত্রীর চাপ। যাত্রীরচাপ কিছুটা বাড়লেও ভিসা জটিলতার কারনে বাংলাদেশী যাত্রীর চাপ তুলনামুক কম বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি কামরুজামান বিশ্বাস ও বন্দর সংশ্লিষ্টরা জানান,প্রতিবছর দূর্গাপুজার আগেই বাড়ে যাত্রীর চাপ। এবার বিশ্বকাপ খেলা ভারতে হওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা। গত এক সপ্তাহ আাগে প্রতিদিন গড়ে সাড়ে ৪থেকে ৫
হাজার যাত্রী বেনাপোল পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতাযাত করেছে। চলতি সপ্তাহে প্রতিদিন যাতায়াত করছে ৬থেকে৭হাজার যাত্রী। যা এক সপ্তাহে যাতায়াত করেছে ৪১হাজার ৯শ১০জন যাত্রী। শুধু ভারতে গেছে ১৯হাজার১শ২১জন যাত্রী।
অল্প খরচে স্বল্প সময়ে দেখা যাবে খেলা। কেনাকাটা সহ ঘুরবেন তারা। ফলে খুশি মনেই ভারতে যাচ্ছেন তারা।
ভারতগামী যাত্রীরা জানান আবেগঘন বক্তন্য। তবে ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সুত্রতার কারনে এবার ভারতে খেলা ও পুজা দেখতে না যেতে পারার আক্ষেপ করেন সফিয়ুর রহমান ও ইব্রাহিম হোসেন। সোবিয়া মন্ডল ও শেফালি বেগমও জানান আক্ষেপের কথা। তবে শুক্রবার থেকে যাত্রীর চাপ আরও বাড়ার আশা সীমান্ত সংশ্লিষ্টদের।

