শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে স্বামীর বিরুদ্ধে লড়তে চান না স্ত্রী চন্দনা

আরো খবর

নড়াইল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর বিরুদ্ধে লড়তে চান না নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী স্ত্রী চন্দনা হক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিয়া উপজেলার প্রেসক্লাবের হল রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। চন্দনা হক নড়াইল-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি (চন্দনা হক) বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরেও কৌশলগত কারণে আমি (চন্দনা হক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম। জন্মগতভাবে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমার স্বামীর জন্য বিগত দিনের মত দলীয় প্রতীক নৌকার ভোট প্রার্থনায় ব্যস্ত থাকার কারণে এবং জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক ও মাকলুকার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ