হাবিবুর রহমান হবি –
অবশেষে বহুল প্রত্যাশিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে শনিবার যশোর সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচনের ভোটার বাক্স সহ অন্যান্য জিনিস পত্র বিতরন করা হয়। সর্বশেষ তথ্যনুযায়ী যশোর সদর ৩ আসনে কাজী নাবিল আহমেদ, জাতীয় পার্টির মাহবুব আলম, বিকল্প ধারার মারুফ হাসান,
খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামান, তৃনমুল বি এন পির কামরুজ্জামান, বি এন এম এর শেখ নুরুজ্জামান, এন পি টির সুমন কুমার রায়, ও স্বতন্ত্র প্রার্থী মহিত কুমার নাথ।
প্রাপ্ত তথ্যনুযায়ী যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৭৯ হাজার ৯৩৫, এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৯২ হাজার ৯৪০ জন, এবং মহিল ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৮৯ জন,ও ছয় জন হিজড়া ভোটার রয়েছেন, উপজেলায় মোট ২৮৯ টি ভোট কেন্দ্র রয়েছে, এত দায়ীত্ব পালন করবেন ২৮৯ জন প্রিজাইডিং অফিসার ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দায়ীত্ব পালন করবে

