শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

এবারের একুশে বই মেলায় আসছে বিল্লাল বিন কাশেমের তিনটি বই

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:এবারের একুশে বই মেলায় যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের তিনটি বই বের হচ্ছে। তার মধ্যে একটি কবিতা, একটি ছোট গল্প এবং অপরটি প্রবন্ধ।

কবিতার বইটির নাম ’অনুরণন’, ছোট গল্পের নাম ’আলো-আধাঁর’ ও প্রবন্ধটির নাম ’সমাজ-স্বদেশ ও বিশ্ব পরিক্রমা’। এপ্রবন্ধে বিভিন্ন সময়ে প্রকাশিত মতামত, উপসম্পাদকীয়, প্রবন্ধ এবং বিষয় ভিত্তিক লেখা নিয়ে  । ১১ ফেব্রুয়ারি থেকে জয়তী প্রকাশনীতে বইগুলো পাওয়া যাবে।  জয়তী প্রকাশনীর সত্ত্বাধিকারী ও প্রকাশক মাজেদুল হাসান (পায়েল) এর উদ্যোগে বইগুলো বের হচ্ছে বলে জানিয়েছেন লেখক বিল্লাল বিন কাশেম। এছাড়া্ও মেলায় স্থান পেয়েছে লেখকের জীবন ঘনিষ্ঠ উপন্যাস “দুরে কোথাও”। একজন স্বাস্থ্য সেবিকার যাপিত জীবনকে উপজীব করে উপন্যাসটির গল্প এগিয়েছে।

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ