শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায়  ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

আরো খবর

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় শিমুল হোসেন (২৩) ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সারে ৭ টার সময় চৌগাছা -মহেশপুর রোডে উপজেলার হাজরাখানা যাত্রী ছায়নির পাশে বাস বাগানের সামনে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।আহত শিমুল হোসেন আড়কান্দি গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে। ঘটনা বিবরণ যানাযায় শিমুল হোসেন তার নিজের একটি প্লাটোনা ১১০ সি সি মোটরসাইকেলটি নিয়মিত ভাড়া
চলাচল করে । সন্ধ্যা ৬ টার সময় আড়কান্দী থেকে অজ্ঞাত ২যুবক হাজরাখানায় যাওয়ার কথা বলে ভাড়া
নেয় পরবর্তীতে হাজরাখানা যাত্রী ছাউনির সামনে আসলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বনলে কর্তব্যরত ডাক্তার বিএম শামছুর রহমান বলেন আহত বেক্তির ধারালো অস্ত্র দিয়ে নাকের উপর ও পিঠে আঘাত দিয়ে ক্ষতর চিহ্ন পাওয়া গিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ