বাগআঁচড়া প্রতিনিধি:
শার্শার সাত মাইল টু গোগা সড়কের কালপোতা ড্রগন বাগানের সামনে থেকে, ১২ই জুন সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার চৌকস ২ পুলিশ অফিসার এস আই রেজাউল ইসলাম এবং বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিয়ান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল সক এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়,আটক কৃত মাদক ব্যবসায়ী জিল্লুর রহৃান ওরফে জিল্লুর (২১) মনিরামপুর থানার মহাতাব নগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে,
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,আসামীকে মাদক দ্রব আইনে মামলা দিয়ে কোর্ট হাজত প্রেরণ করা হয়েছে।

