শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল পুলিশের অভিযানে মাদকসহ ৬ জন আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল সহ ০২ জন  ও ০২ জন সাজা পরোয়ানা ভুক্ত আসামী ও ০২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্তসহ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
                                                                                                                                       বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’ জানান পুলিশের একটি  দল বৃহস্পতিবার রাতে বেনাপোল পুটখালী থেকে  সিরাজুল ইসলামের ছেলে  জসিম উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় -০৫ বোতল ফেন্সিডিল।
 ১২ জুলাই  শুক্রবার দুপুরে  ভবেরবের গ্রাম থেকে গোলজার হোসেনের স্ত্রী আনোয়ারা বড় মনিকে  আটক করা হয়। তার কাছ থেকে২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
 এছাড়াও পৃথক অভিযানে সাজা পরোয়ানা ভুক্ত আসামী ভবারবেড় গ্রামের আকবার আলীর ছেলে   কামাল হোসেন ৥ কালোকে  এবং সাজা পরোয়ানা ভুক্ত আসামী নটাদিঘা গ্রামের রেজাউল ইসলামের ছেলো কামরুজ্জামান ও   ঘিবা গ্রামের সুরোত কামারের ছেলে খাইরুল ইসলাম শেখারিপোতা গ্রামের সালাম সবদারের ছেলে আশিকুর রহমান  আশিককে  আটক করা হয়৷  আসামীদেরকে  এদিন বিকালে পুলিশ প্রহরায়  যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি সুমন কুমার ভক্ত।

আরো পড়ুন

সর্বশেষ