শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পুলিশের অভিযানে ১৪ জন গ্রেফতার 

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানা পুলিশ  অভিযান চালিয়ে  বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
পোর্ট থানা পুলিশ জানায়.যশোর পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ  নির্দেশে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাসেল মিয়া নের্তৃত্বে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে একদল চৌকস পুলিশ বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালায়।এসময়  আটক করা হয় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী বেনাপোল বড়আচড়া গ্রামের আানারুল  ইসলামের ছেলে সাগর হোসেন।
  আলতাফ গাজির ছেলে  আল আমিন  সাদিপুর আব্দুর রহমানের ছেলে কলিম হোসেন। ভবারবেড় গ্রামের, আলতাফ হোসেনের ছেলে  আল আমিন গাজিপুর ইলিয়াস খার ছেলে এরশাদ আলী, কাগজপুকুর গ্রামের মোলাম হোসেনর ছেলে ইমরান হোসেন রনি -ভবেরবেড়, গ্রামের হাবিবুর রহমানের ছেলে  আল আমিন  মুনসুর আলীর ছেলে  সাইদ আলী, কাগমারী গ্রামোর মন্টু মিয়ার ছেলে  মোঃ মাসুদ রানা  নারানপুর গ্রামোর শাহিন সর্দারোর ছেলে  সেলিম সরদার।
বড়আচড়া গ্রামের  ইউনুস আলীর ছেলে  মশিয়ার রহমান  মশি।ভবেরবেড়, গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে  মোঃ কামাল হোসেন। সাদিপুর গ্রামের পাজ্ঞাব আলীর ছেলে মুক্তার আলী কাগজ পুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে  মোঃ খলিলুর রহমানকে।
গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পোর্ট থানার ওসি রাসেল মিয়া।

আরো পড়ুন

সর্বশেষ