পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় লস্কর ও লতা ইউনিয়ানে খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ এর গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে পাইকগাছার লস্কর ইউনিয়নের বাইনতলা বাজারে এবং বিকালে লতা ইউনিয়ানে বিভিন্ন স্থানে তিনি লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে এম আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, বিএনপিনেতা আবুল কাশেম, কাজি মুজিবুর রহমান, মোস্তাকিম গাজী, আলমগীর হোসেন, আকিজ উদ্দিন বিশ্বাস, মনিরুজ্জামান মনি, হুরায়রা বাদশা, নেফুর জোয়াদ্দার, সাম্মাদ, কেরামত আলী, মুরশিদ কাগুজী, শহিদুর রহমান, আবু হানিফ মিলন, সদরুজ্জামান, আনারুল জোমাদ্দার, হযরত জোমাদ্দার, আজিজ গাইন, খালিদুর রহমান, আল আমিন, মান্নান গাঈন, মোক্তার সরদার, আলম জোমাদ্দার, সাহেব আলী গাজী,নুরুজ্জামান মনা, রেজাউল গোলদার, কোব্বাত গাজী, জসিম মিস্ত্রি, ইদ্রিস ঢালী, শাহাবুদ্দিন গাজী, পূর্ণ চন্দ্র সরকার, উত্তম, মনিরুল গাজী, আব্দুল সরদার, বাদশা সানা, বিকাশ সানা, মজিবুর গাজী, শফিকুল সানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকালে পাইকগাছার ৩ নং লতা ইউনিয়নের শামুকপোতা বাজার,কাঠামারী এবং ধোলাইসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল,এ্যাডঃ সাইফুদ্দীন সুমন, মাস্টার বাবর আলী গোলদার, আবু মুছা সরদার, বি এম আকিজ উদ্দীন, মোঃ হুরায়রা বাদশা, এম সামাদ হাসান, মোঃ শহিদুর রহমান, মোশারাফ হোসেন, মোঃ আবু হানিফ মিলন, সুমন আহমেদ, এ্যাডঃ মুন্না, বাবুল,সাধু চরন বিশ্বাস, তপন মন্ডল,খোকন গাজী, ইব্রাহিম সরদার, শান্ত, আবু ইছা প্রমুখ উপস্থিত ছিলেন।

