একাত্তর ডেস্ক:প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ওয়েবসাইটে ইতালিয়ান রিয়েলিটি তারকা গুলিয়া ভ্যানেরিয়ার (২০) সাবস্ক্রাইবার প্রায় এক হাজার। এর মধ্যে একজন আছেন সাবেক এক ধর্মযাজক। একথা জানতে পেরে তাকে কাছে ডেকেছেন ভ্যানেরিয়া। তারপর দু’জনে মিলে বানিয়েছেন পর্নো ভিডিও। অবলীলায় এ কথা জানিয়েছেন ভ্যানেরিয়া। এ খবর দিয়েছে লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আছে ভ্যানেরিয়ার দুই লাখ ৩৩ হাজার অনুসারী। সেখানেই এমন দাবি করেছেন তিনি। দ্য পোস্ট ইন্টারন্যাজিওনালে’র মতে, ওই ধর্মযাজক তার অনুসারী— এ কথা জানার পর ভ্যানেরিয়ার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তিনি তাকেই উপযুক্ত ব্যক্তি হিসেবে বাছাই করেন। এরপর তার সঙ্গে পর্নোগ্রাফির কিছু কন্টেন্ট রেকর্ড করেন।
ভ্যানেরিয়া বলেন, আমার একজন সাবস্ক্রাইবার তিনি। আমার সঙ্গে সব কিছু শেয়ার করেন। যখন তিনি যাজকের ভূমিকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তখন তার সঙ্গে কন্টেন্ট রেকর্ড করার কথা চিন্তা করি। তিনি তাই করেছেন। তিনি এখন সাবেক ধর্মযাজক। একজন সাবেক ধর্মযাজক হিসেবে আমার সাবস্ক্রাইবার হওয়াতে আমি তার কোনো অন্যায় দেখি না। তিনি এসব কন্টেন্ট প্রকাশ করার সম্মতি দিয়েছেন, এতে আমি আরও বেশি উদ্বেলিত।
তবে প্রাপ্ত বয়স্কদের জন্য ওই ওয়েবসাইটে নিজের একাউন্টে এখনও ওইসব ভিডিও পোস্ট করেননি ভ্যানেরিয়া। কবে তা পোস্ট করবেন, সে সিদ্ধান্তও চূড়ান্ত করেননি।
ইতালির রিয়েলিটি টেলিভিশন শোতে এর আগে দেখা গেছে ভ্যানেরিয়াকে। কিন্তু প্রায় দু’বছর ধরে প্রাপ্ত বয়স্কদের ওই ওয়েবসাইটে সক্রিয় রয়েছেন। সেখান কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার আছে তার। তারা প্রত্যেকে প্রায় ১২ পাউন্ড করে দেন তাকে। এতে আয়টাও বেশ ভাল হয়। টুইটারে আছেন তার কমপক্ষে ২২ হাজার ভক্ত। সেখানে সম্প্রতি একটি ট্যাক্সির ভিতরে ধারণ করা তার রগরগে একটি ভিডিও পোস্ট করেন। এতে ব্যাপক উদ্ভট মন্তব্যের শিকার হন ভ্যানেরিয়া। ১৫ সেকেন্ডের ওই ভিডিও দেখা হয়েছে কমপক্ষে ৩৯ হাজার ৪০০ বার। লাইক পড়েছে ৪৮৫টি।(সূত্র: মানবজমিন)

