শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা

আরো খবর

নওয়াপাড়া পৌর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পুড়াখালী পশ্চিমপাড়া বাওড়কুল এলাকায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে। গত ৩০ আগস্ট মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ১ম আদালত যশোরে  মামলাটি দায়ের হয়েছে।
বাদিনীর বাড়ি উপজেলার পুড়াখালী পশ্চিমপাড়া বাওড়কুল গ্রাম। ভিকটিম নিজে বাদি হয়ে মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার পুড়াখালী পশ্চিমপাড়া বাওড়কুল গ্রামের মোঃ রহমান মোল্লার ছেলে জসিম মোল্লা(৩৮), মোঃ হানেফ মোল্লার ছেলে মোঃ ফারুক মোল্লা (৩৪) বাদিনীকে উত্তক্ত করতো এবং প্রায়ই সুযোগ পেলে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতো। বাদিনী অনেকবার নিষেধ করার পরেও লম্পট আসামিরা কোন কথার কর্ণপাত করতনা। ঘটনার দিন ২৩শে আগস্ট মঙ্গলবার রাত আনুঃ ১০.৩০ টার সময় বাদিনী বাড়ির পূর্বপাশে টিউবওয়েল থেকে পানি আনতে ঘরের বাহিরে আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আসামিরা পরস্পর যোগসাজশে একত্র হয়ে বাদিনীকে মুখচেপে ধরে বাড়ির বাহিরে নিয়ে বাড়ির পূর্বপাশ পুকুর পাড়ে নিয়ে যায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে বাদিনীকে ধর্ষণ করার চেষ্টা চালায় এবং বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। বাদিনীর আত্ম চিৎকারে এলাকাবাসীসহ তার স্বামী এগিয়ে আসলে আসামিরা মামলা মকদ্দমা করলে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা বাদিনীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে বাদিনী নারী ও শিশু নির্যতন দমন আইন (সংশোধনী) ২০০৩ ও ২০২০ এর  ৯ এর ৪ ধারা/৩০ ধারা অনুযায়ী আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ